দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য: ব্যারিস্টার মইনুল হোসেন

 

- Advertisement -

দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন।

শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রচেষ্টা অায়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোটাধিকারের জন্যে লড়াই দুঃখজনক। তাই এই দুঃশাসনের জন্য জাতীয় ঐক্য।

তিনি বলেন, রাজনীতি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গনভোট দরকার। কিন্তু এই সরকার জনগণের ভোটাধিকার হরন করেছে। বিশ্বজনমত গণতন্ত্রের পক্ষে। জনগণের জয় নিশ্চিত। গণতন্ত্রের জয় হবেই।

সর্বশেষ