ডেস্ক রিপোর্ট: গুঞ্জনে যা ছিল, বই থেকে জানা গেল তার চেয়েও অনেক অনেকগুণ বেশি। একটা দেশের বিচার ব্যবস্থার সামগ্রিক চিত্র জানা গেল।
প্রশ্ন হলো, তার কথাগুলো সত্য, না অসত্য?
আওয়ামী লীগ বলছে, অন্তর্জালা থেকে মনগড়া কথা লিখেছেন।নির্বাচনের আগে এসব না লিখলেও পারতেন।
বিএনপি যেমন বলে, খালেদা জিয়ার বিচার নিয়ে কেন এত তাড়াহুড়া? কেন গ্রেনেড হামলার বিচারের রায় নির্বাচনের আগে?
নিজেদের সুবিধা বিবেচনায়, দু’দলের কথা – অবস্থান প্রায় একই রকম।
মূল প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো তার বিরুদ্ধে দুর্নীতি এবং নৈতিক স্খলনের মত গুরুতর অভিযোগের কথা বলেছিল সরকার। এমন অভিযোগের তদন্ত- বিচার না করে, তাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়েছে।
তারচেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, সেসব অভিযোগের তদন্ত কেন করা হলো না?
বই লেখার পর দুদক বলছে, তদন্ত চলছে। তথ্য- প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে।
‘তার ব্যাংক অ্যাকাউন্টে দু্র্নীতির টাকার সন্ধান পাওয়া গেছে’- এমন সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করে এতদিনেও মামলা করার মত তথ্য পাওয়া গেল না?
তাকে বিদেশে পাঠানো,দুর্নীতির অভিযোগ, বইয়ের তথ্য, আপনাদের এখনকার বক্তব্য অনুযায়ী মানুষ বিশ্বাস করবেন? তা কী আপনারা বিশ্বাস করেন?