spot_imgspot_img
spot_imgspot_img

ভিয়েতনামকে ২-০ গোলো হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে শুরু থেকেই গ্রুপ সেরার প্রশ্নে বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল ভিয়েতনামকে। বলা হচ্ছিল, দুই দলের লড়াইয়েই ঠিক হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের পরবর্তী রাউন্ডে কারা যাবে। তবে ভিয়েতনামকে উড়িয়ে দিয়েই পরের রাউন্ডের টিকিট কাটলো বাংলাদেশ। আজ কমলাপুর স্টেডিয়ামে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে পা রাখলো বাংলাদেশ। গোলটি দুটি করেছেন তহুরা ও আঁখি খাতুন। এ জয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেগেল বাংলাদেশ। রানার্সআপ ভিয়েতনামের সুযোগ রয়েছে। ছয় গ্রুপের ছয় রানার্সআপের সেরা দুটি দলই সুযোগ পাবে পরের রাউন্ডে যাওয়ার।
এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছিল বাংলাদেশ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ