বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

শুয়োরের না, এটা এখন হায়েনার দেশ : আসিফ নজরুল

 

- Advertisement -

আজকে অফিস শুরু দেরীতে। ভাবলাম ঘুমাই আরেকটু। কিন্তু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে আমি আর ঘুমাতে পারি না। রাজীবের নিস্পাপ মুখ তাকিয়ে আছে আমার দিকে। কথাগুলো ফেসবুক পেজ-এ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

তিনি আরো লিখেছেন, কেন রাজীব? সে জানতে চায়: মরলাম কেন স্যার? অন্যায়টা কি আমার! অন্তর বিদীর্ণ করে উত্তর খুজি। বুকে হাহাকার, চোখে অশ্রু। কিন্তু জানি দু’পয়সা দাম নাই আসলে এসবের।

এ দেশকে শুয়োরের দেশ বলেছিল রাজপথে লাঞ্ছিত এক কিশোরী। শুযোরের না, এটা আসলে হায়েনার দেশ এখন। সফেদমুখী, কিন্তু হায়েনার চেয়েও হিংস্র প্রানীদের। তাদের লকলকে জীব ভেজাতে পথে-প্রান্তরে রক্ত ঝরে অসহায়, অবোধ মানুষের।

রাজীব, সন্তান আমার, তোমাকে মরতে হয়েছে এজন্য। ক্ষমা চাইনা তোমার কাছে। অভিশাপ দাও আমাদের। আর তুমি থাকো অপার শান্তিতে।

সর্বশেষ