ডেস্ক রিপোর্ট: ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক এমডি একেএম শামীমসহ ব্যাংকের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির চার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় আগামীকাল বুধবার তাদের রাজধানীর সেগুনাবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবালের সই করা চিঠিতে তাদের তলব করা হয়েছে।
এর আগে টাঙ্গাইলের স্কুলশিক্ষক মো. শাহজাহান ও কৃষক নিরঞ্জন চন্দ্র সাহাকে তলব করেছিল দুদক। এই দুজন দুই কোটি করে চার কোটি টাকা ঋণ নেন বেসরকারি ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে। পরে দুটি ঋণ অ্যাকাউন্ট থেকে সেই টাকা পে-অর্ডারের মাধ্যমে পাঠানো হয় সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় থাকা ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র ব্যাংক অ্যাকাউন্টে। সূত্র জানায়, রাষ্ট্রের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।