বঙ্গোপসাগরে টেস্ট ফায়ারিংয়ের বিস্ফোরণের সময় ২ সেনা নিহত

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে প্রশিক্ষণ মহড়া চলাকালীন সময়ে টেস্ট ফায়ারিংয়ে কার্তুজের বক্স বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচ নৌ সেনা।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সীমানার বাইরে মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অস্ত্র তাক করে অনুশীলনের সময় টেস্ট ফায়ারিংয়ের গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে দুই নৌ সেনার মৃত্যু ঘটে।

এ ঘটনায় কমপক্ষে ৫ নৌ সেনা আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়–য়া বলেন, প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ে দুই নৌ সেনা মারা গেছেন বলে শুনেছি। এর বেশী কিছু জানি না। বিষয়টি আইএসপিআর তত্ত্ববধান করে বলে জানান তিনি।

সর্বশেষ