ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা ১৪ দলের

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আজ বিকালে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত কর্মী সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার কথা জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। বক্তব্য রাখেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। সভায় বক্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোন মহলের অপতৎপরতা রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম ৯ই অক্টোবর রাজশাহী, ১০ই অক্টোবর নাটোর এবং ১৩ই অক্টোবর খুলনায় সমাবেশ করার ঘোষণা দেন। এছাড়া অক্টোবরেই ঢাকায় মহা সমাবেশ করার কথা জানান তিনি।

সমাবেশ ঘিরে মহানগর নাট্যমঞ্চ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও ১৪ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন। তাদের মুখে ছিল নৌকার স্লোগান।

সর্বশেষ