সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সরকারের দায়িত্ব: দিলারা চৌধুরী

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেছেন, যেদল সরকারে থাকে তাদেরই প্রধান দায়িত্ব থাকে একটা সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করার। যুক্তফ্রন্ট এবং বিএনপির ঐক্যের সমস্যা প্রসঙ্গে বিবিসি বাংলার কাছে তিনি এ মন্তব্য করেন।

দিলারা চৌধুরী বলেন, যুক্তফ্রন্ট ও বিএনপির মধ্যে জোট হওয়ার অনেকগুলো সমস্যা আছে, যেমন জামায়াত। তারা যুগপৎ আন্দোলন করতে চাচ্ছে। যুগপৎ আন্দোলনের ফলে যে কতগুলো দাবি আদায় করতে পারবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

তিনি আরো বলেন, বিএনপির সমাবেশে নেতারা দাবি করেছিল যে আমরা সকল রাজবন্দির মুক্তি চাই। কাউকে গ্রেফতার ও মামলা করা যাবে না। গ্রেফতার, মামলা প্রসঙ্গে যুক্তফ্রন্টের নেতারা জানান, এটা আমাদের নির্বাচনী ঐক্যর শর্ত নয়। বিএনপি যে সমাবেশ করেছে সেখানে তো একটা সমঝোতার দরজা খোলা রাখেছে এখন যে দল সরকারে আছে তাদের সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা দায়িত্ব। এখন আওয়ামী লীগ যদি একতরফাভাবে বলে থাকে আমরা কারো সাথে বসব না তাহলে দেশকে সংকটের দিকে ঠেলে দেয়া হবে। পরিস্থিতি আরো ঘোলাটে হবে।

সর্বশেষ