‘যেকোনো সময় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসার জন্য আনা হতে পারে’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) । তার জন্য বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ভিভিআইপি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার পছন্দ চিকিৎসা ও চিকিৎসক দেওয়া হবে। শুক্রবার বিএসএমএমইউ- এর কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেন,উনাকে যেকোনো সময় চিকিৎসার জন্য এখানে আনা হতে পারে।আমরা ভিভিআইপি কেবিন প্রস্তুত রেখেছি।আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে তাকে কখন আনা হবে এ সম্পের্কে আমরা এখনো নিশ্চিত নই।

- Advertisement -

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দ্রুত (বিএসএমএমইউ) চিকিৎসা করাতে আদালতের নির্দেশনার কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্রুত (বিএসএমএমইউ) চিকিৎসা করানোর নির্দেশ দেন আদালত।

একইসঙ্গে পাঁচজনের একটি মেডিকেল বোর্ড গঠন করতে বলা হয়েছে। তবে তার মধ্যে খালেদা জিয়ার পছন্দের তিনজন চিকিৎসক থাকবে। ওই পাঁচজনের মধ্যে কেউ স্বাচিপ বা ড্যাবের কোনো সদস্য থাকতে পারবেন না। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ