রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় গণসংযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। সপ্তাহব্যাপি গণসংযোগের চতুর্থ দিন ছিল শুক্রবার।ঘড়ির কাঁটায় তখন বিকাল ৪টা। ছুটির দিন।তাই রাস্তা-ঘাট ফাঁকা থাকার কথা। বিকাল পৌঁনে পাঁচটা। গণসংযোগস্থলে উপস্থিত হলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের সে কি উচ্ছাস। ‘কাদের ভাই’র আগমন, স্বাগতম শুভেচ্ছা’ স্লোগাণে মুখরিত হয় পুরো এলাকা। স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসেই বক্তব্য শুরু করলেন ওবায়দুল কাদের। তার আগে হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান। পরে নেতাকর্মীদের কাছে জানতে চান দেশের উন্নয়ন করেছেন কে? শতভাগ বিদ্যুৎ দিয়েছেন কে? ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছেন কে? ৯ কোটি ঘরে ইন্টারনেট দিয়েছেন কে? নেতাকর্মীরা উত্তরে বলেন শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা—। নারী কর্মীদের কাছে জানতে চান বাবার নামের পাশে মায়ের নাম থাকতেই হবে কে করেছেন? নারী কর্মীরা উত্তরে বলেন শেখ হাসিনা, শেখ হাসিনা শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করে জাতিসংঘে গিয়েছেন। তার মানে বিএনপি একটি মিথ্যাচারী ও ভুয়া দল। এসময় নেতাকর্মীদের কাছে জানতে চান বিএনপি কি দল? উত্তরে নেতাকর্মীরা বলেন বিএনপি ভুয়া দল। পরে ভুয়া ভুয়া ভুয়া—? বিএনপি ভুয়া ভুয়া ভুয়া—বলে বারবার উচ্চারণ করতে থাকেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের একটা দল মিথ্যা কথা বলে। তার নাম বিএনপি। বছরের ২০টি ঈদ হয়েছে। একটির ঈদের পরেও আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলনও ভুয়া। তাদের সব কিছু ভুয়া, ভুয়া, ভুয়া—-?
পরে ওবায়দুল কাদেরের নেতৃত্বে খিলগাঁও রেলগেট এলাকার স্থানীয় দোকান ও রিক্সাচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আরজি জানান।