গোলাম মোর্তজা : কোনো সন্দেহ নেই ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতা এবং মত প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করবে। বিশেষ করে অনুসন্ধানি সাংবাদিকতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকে উদাহরণ হিসাবে বলা যায়, দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে যদি কোনো প্রতিবেদন প্রকাশ করে তাহলে ৩২ ধারায় যে বিধান আছে। সেই বিধান অনুযায়ি রাষ্ট্রীয় গোপনিয়তা ভঙ্গের অভিযোগে অফিসিয়াল সিক্রেট এ্যাকটের আওতায় সাংবাদিকের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া যাবে। অর্থাৎ এই আইনটি যদি প্রয়োগ হয় তাহলে অনুসন্ধানিমূলক সাংবাদিকতা বা মত প্রকাশের জায়গাটাতে বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি হবে।
বাংলাদেশে প্রায় পাঁচ হাজার আইন আছে। তার মধ্যে ২০০৯ সালে পাশ হওয়া একমাত্র তথ্য অধিকার আইন মানুষকে তথ্য পাওয়ার অধিকার দিয়েছিল। ২০০৯ সালের তথ্য অধিকার আইন মানুষকে তথ্য পাওয়ার যে অধিকার দিয়েছিল, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন সেই অধিকার অনেকখানি ক্ষুন্ন করলো। কেননা ডিজিটাল নিরাপত্তা আইন পরস্পর সাংঘর্র্ষিক। এখানে যুক্তি হিসাবে একটি কথা বলার চেষ্টা করা হয় যে, তথ্য অধিকার আইনে লিখা আছে- তথ্য অধিকার আইনের সাথে কোনো আইন সাংঘর্ষিক হলে তখন এটি বাস্তবায়নের ক্ষেত্রে তথ্য অধিকার আইনকে প্রাধান্য দেওয়া হবে। আবার ডিজিটাল আইনেও একই কথা লিখা আছে। ডিজিটাল আইনে বলা হয়েছে, ডিজিটাল আইন বাস্তবায়নের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের সাথে সংঘর্ষিক হলে, তথ্য অধিকার আইনকে প্রাধান্য দেওয়া হবে। এইখানেই কৌশল অবলম্বন করা হয়েছে। কৌশল বলছি একারণে যে, ডিজিটাল আইনে যা বলা হয়েছে, ডিজিটাল আইন বাস্তবায়নের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের সাথে সংঘর্ষিক হলে, তথ্য অধিকার আইনকে প্রাধান্য দেওয়া হবে এটা আসলে সঠিক নয়। কেননা, তথ্য অধিকার আইনে বলা হয়েছে, তথ্য অধিকার আইনের প্রক্রিয়া প্রয়োগ করে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করলে তখন তথ্য অধিকার আইন তাকে সুরক্ষা দেবে। আর কোনো সাংবাদিক যদি নিজস্ব সোর্স বা পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে কোনো দূর্নীতি বিষয়ে প্রতিবেদন তৈরি করে তখন তথ্য অধিকার আইন সেই তথ্যগুলোকে সুরক্ষা দেবে না। এখন একজন অনুসন্ধানি সাংবাদিক তো তথ্য অধিকার আইনের সুযোগ নিয়ে সেই প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবেন না। একজন অনুসন্ধানি সাংবাদিক তার নিজস্ব প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবেন। কেননা, কোনো প্রতিষ্ঠানের কাছে যদি সেই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য অধিকার আইনের মাধ্যমে দুর্নীতির তথ্য চাওয়া হয় তাহলে কি সেই প্রতিষ্ঠান প্রকৃত তথ্য দেবে? দেবে না। এখানে সাংবাদিকের নিজস্ব পদ্ধতিতেই তথ্য সংগ্রহ করতে হবে। সেকারণেই ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানি সাংবাদিকতা এবং বাক স্বাধীনতার অন্তরায়।
সম্পাদক, সাপ্তাহিক