spot_imgspot_img
spot_imgspot_img

ঘোষণার চেয়ে বেশী পণ্য আমদানিঃচট্টগ্রাম বন্দরে চালান জব্দ

spot_img

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৩৪ লাখ টাকার একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি করায় অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা গত ২ অক্টোবর চালানটি আটক করেন। তবে গতকাল সোমবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন হয়।
অধিদফতর সূত্রে জানা গেছে, ঘোষণার চেয়ে বেশি পণ্যসহ চালানটির আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে শুল্ক-কর ৭৮ লাখ ৭৭ হাজার ২২৯ টাকা। ন্যায় নির্ণয়সহ শুল্ক-করাদি আদায়ের জন্য প্রয়োজনীয় নথি চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঢাকার পশ্চিম আগানগর দক্ষিণ কেরানিগঞ্জের ৩২ আলম টাওয়ারের প্লে বয়’স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি (বিল অব এন্ট্রি নম্বর ১৩৯২০৮১) আটক করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ৬০ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ইব্রাহিম ভবনের নিউ বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্ট লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। গতকাল কায়িক পরীক্ষায় ৫২৫ পিস ফুল স্যুয়েটার, ১ হাজার ২৫০ পিস নরমাল টিশার্ট, ১৪ হাজার ৬৬৭ পিস ছেলেদের জ্যাকেট এবং ২ হাজার ৮২৮ পিস হেডফোনসহ শিশুদের জ্যাকেট ঘোষণার চেয়ে বেশি পাওয়া যায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ