‘আমি সবসময় ফাঁসির বিরুদ্ধে। এত বড় ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি ৩ থেকে ৭ মিনিট হতে পারে না। এটা অত্যন্ত ভুল। আমাদের সিরিয়াসলি চিন্তা করে দেখা উচিত, ফাঁসির পরিবর্তে আরো কঠিনতর শাস্তি আর কী দেওয়া যায়’
শুক্রবার চ্যানেল ২৪ এর মুক্তবাক অনুষ্ঠানে অংশগ্রহণে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের প্রতিক্রিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা মামলার একটা সুরাহা হলো। তবে এটার আর একটা দুঃখজনক দিক হলো- এতো বড় একটা গুরুত্বপূর্ণ মামলা এই সরকারের আমলেও ১০ বছর সময় লেগে গেল। ১৪ বছর লাগাটা আমাদের বিচার ব্যবস্থার অব্যবস্থাপনা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ রায়ে রাজনীতিতে আওয়ামী লীগের কোনো লাভ নেই। আওয়ামী লীগের সান্তনা হল তারা বিচার করতে পেরেছে। আমি প্রধানমন্ত্রীকে এই জন্য কংগ্রাচুলেট করি, তিনি সবগুলো মামলা সমাধান করতে চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, তবে সরকারি তদন্ত ব্যবস্থা গোয়েন্দা বাহিনী থেকে সবসময় সাবধানে থাকতে হবে। তারা খালেদা জিয়াকে ডুবিয়েছে, আমার প্রধানমন্ত্রীকে তারা বিব্রত করছে। এখানে মনে হয় তারা তারেক জিয়াকে না জড়ালে ভালো করতো।