- Advertisement -
জাতীয় ঐক্য ফ্রন্টের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ যাত্রা আজ থেকে শুরু হল, সরকারকে বিদায় দেওয়ার মাধ্যমে তার শেষ হবে। তিনি বলেন, ঐক্য ফ্রন্টের বাইরে যারা আছেন- শরিক হোন। ঐক্যফ্রন্টের ছায়াতলে যুক্ত হয়ে ঐক্যের হাতকে শক্তিশালী করুন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোশাররফ বলেন, জাতির পরিবর্তনের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। জাতির এই ক্রান্তিকালে ঐক্যফ্রন্ট খুবই গুরুত্বপূর্ণ। আশার আলো হিসেবে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য এই সাত দফা। সকলের দায়িত্ব এই বাস্তবায়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। খালেদা জিয়াকে মুক্ত করে সাত দফা দাবি আদায় করেই আমরা নির্বাচনে যাব।