ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আগামী ২৩শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। এসময় খালেদা জিয়ার পক্ষে আরো উপস্থিত ছিলেন আইনজীবী কায়সার কামাল, একেএম এহসানুর রহমান প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। পরে আইনজীবী একেএম এহসানুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার জামিন ২৩শে অক্টোবর পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার (আজ) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।
এ মামলায় খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টের এই বেঞ্চে শুনানি চলছে। গত ১২ই মার্চ খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় এই আদালত। এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত বেশ কয়েক দফায় খালেদা জিয়ার জামিন বর্ধিত করেন। প্রসঙ্গত, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর ও অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বর্তমানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।