বিএনপির দুই শীর্ষ নেতা শামীম ও বক্করকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

 

- Advertisement -

বিএন‌পি কেন্দ্রীয় ক‌মি‌টির সংগঠ‌নিক সম্পাদক মাহাবু‌বের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্করকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ সোমবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিই‌সির মোড় হো‌টেল মে‌রি‌ডিয়ান এর সাম‌নে থে‌কে ডি‌বি পু‌লিশ গ্রেফতার ক‌রে‌ছে বলে জানিয়েছেন নগর বিএনপি সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী।এব্যাপারে যোগাযোগ করা হলে এসি ডিবির (উত্তর) কাজল কান্তি বলেন, এ ব্যপারে আমরা কিছু জানি না।পাঠক নিউজ

সর্বশেষ