বর্তমান শাসকগোষ্ঠীর পরাজয় এখন সময়ের ব্যাপার:মির্জা ফখরুল

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: জনগণের মিলিত শক্তির কাছে বর্তমান শাসকগোষ্ঠীর পরাজয় বরণ এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন পৃথিবীর যেকোনো স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানিয়েছে। বর্তমান সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একের পর এক বিএনপি নেতাদের গ্রেপ্তার করে চলেছে। বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্যে নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, জুলুমবাজ আওয়ামী সরকার মিথ্যা-গায়েবি মামলা দিয়ে, গণগ্রেপ্তার করে, প্রতিবাদী কণ্ঠের মানুষগুলোকে দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই- তাহলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না।

সর্বশেষ