- Advertisement -
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা রাতে বৈঠকে বসছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের কর্মপন্থা, চলমান সার্বিক পরিস্থিতি ও জোটের অভ্যন্তরীণ বিষয় ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন বিষয়ে নতুন কৌশল নিয়ে আলোচনা হতে পারে।