spot_imgspot_img
spot_imgspot_img

কারাগারের আমদানী সেলে ব্যারিস্টার মইনুলের প্রথম রাত

spot_img

 

- Advertisement -

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিষ্টার মইনুল হোসেনের প্রথম রাত কেটেছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের আমদানী সেলে। রাত কাটাতে কারা কর্তৃপক্ষের তরফ থেকে তাকে একটি কম্বল সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র নয়া দিগন্তকে বলেন, ব্যারিষ্টার মইনুল হোসেন কারাগারে আসার পরপরই তাকে আমদানী সেলে নেয়া হয়।

আমদানী সেল সংশ্লিষ্টরা জানান, প্রথম রাত তাকে (ব্যারিষ্টার মইনুল হোসেন) এখানেই কাটাতে হবে। এখানে আদালত থেকে যত আসামী এসেছে সবার সাথে তাকে থাকতে হবে। সকাল হলে তাকে কারাগারের কোন সাধারণ সেলে পাঠানো হবে সেটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।

ওই সুত্রটি আরো জানান, রাতে আমদানী সেলে থাকার জন্য তাকে সাধারণ বন্দীদেরকে যেভাবে কম্বল দেয়া হয়, তাকেও একটি কম্বল দেয়া হয়েছে। আমদানী সেলে থাকার সময় তাকে কি খাবার দেয়া হয়েছে জানতে চাইলে বলেন, সাধারণ বন্দীরা যা (ভাত মাছ স্বজি) খাবে, তাকেও ওই খাবারই খেতে হবে। বাইরে থেকে কোন খাবার দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই উঠে না।

মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি। তবে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান, ‘ব্যারিষ্টার মইনুল হোসেনকে কারাগারে সাধারণ বন্দীদের মতো সাধারণ ওয়ার্ডে রাখা হবে’।

এরআগে ব্যারিষ্টার মইনুল হোসেনকে বেলা সোয়া ৩টার দিকে ঢাকার সিএমএম আদালত থেকে কেরানীগঞ্জের নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় তাকে গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ