নভেম্বরের আগে পদত্যাগ করুন, নইলে সপ্তাহখানেক পর টের পাবেন : দুদু

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,’সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের এই ঐতিহাসিক জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই শেখ হাসিনা? বেগম জিয়া ঐ কারাগার থেকে বেড়িয়ে আসারা পর ওখানে কে যাবে, আপনি কি জানেন?

তিনি বলেন,’শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছে আমরা নাকি ছালবাকলামীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য করে ছালবাকলামী করছি।শেখ হাসিনা আজকে এই জনসভায় বলে যাই তোমার বেশি সময় আর নাই, যদি হুসে থাকো নভেম্বরের আগে পদত্যাগ করো।আর সেটা না করলে কারা ছালবাকলামী করছে সপ্তাহ খানেক পর টের পাবে।

বুধবার(২৪ অক্টোর)বিকেলে পূর্ণভুমি সিলেটের রেজিস্টি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে বলেন,’বেগম জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী তাকে তুমি একটি সাজানো মামলায় ৮ টি মাস নির্জন কারাগারে আটকে রেখেছো।

শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,’শেষ কথাটা বলে যাই তারন্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তুমি হাসিনা যা খুশি তাই অপবাদ দিচ্ছো সাজা দিচ্ছো।তোমার ও তো একটা ছেলে আছে নাম বলবো না, বললে অনেক অসুবিধা?তারেক রহমানকে দেশে আসার সুযোগ দেন তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল।

বিএনপি নির্বাচনে যাবে জানিয়ে দুদু আরও বলেন,’নির্বাচনে আমরা যাবো।তার আগে শেখ হাসিনা তোমাকে পদত্যাগ করতে পার্লামেন্ট ভাঙ্গতে হবে,তোমাকে বাংলাদেশের কেউ চায়না।তুমি যদি যাবার রাস্তা না পাও এই জাতীয় ঐক্য তোমাকে যাবার রাস্তা দেখিয়ে দিবে।

সর্বশেষ