চট্টগ্রামে ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি দেয়নি পুলিশ

 

- Advertisement -

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে শনিবার ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার ২৫ অক্টোবর দুপুরে এখবর জানা গেছে। অনুমতির ব্যাপারে শুক্রবার সকালে জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

এর আগে সিএমপি কমিশনারের সাথে সাক্ষাত করেন ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধ দল। প্রতিনিধি দলে থাকা চট্টগ্রাম মাহনগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, আমরা ২৭ তারিখ সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা করেছি। পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন আগামীকাল শুক্রবার সকালে অনুমতির সিদ্ধান্ত জানানো হবে। আমরা আশা করছি পুলিশের পক্ষ থেকে অনুমতি পাবো।

এদিকে লালদীঘি ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ঐক্যফ্রন্ট। মামলা-হুলিয়া আর পুলিশি অভিযানের মুখে পালিয়ে থাকা নেতাকর্মী আর সমর্থকেরা মহাসমাবেশ সফল করতে এখন মাঠে। নেতারা গণসংযোগ করছেন, মিলিত হচ্ছেন প্রস্তুতি সভায়।

ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, মহাসমাবেশকে ঘিরে ধরপাকড় আর বাড়িঘরে তল্লাশি অভিযান আরও জোরদার করেছে পুলিশ। নেতাকর্মী সমর্থকদের মধ্যে ভয় আতঙ্ক ছড়ানোর সরকারের এ অপচেষ্টা বুমেরাং হবে জানিয়ে তারা বলছেন, সিলেটের সফল জনসভার পর চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত। মামলা-হুলিয়া, গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে যেকোন মূল্যে লালদীঘির জনসভা সফল করা হবে বলে জানান ঐক্যফ্রন্টের নেতারা।

সর্বশেষ