spot_imgspot_img
spot_imgspot_img

খালেদার মুক্তি ও তারেকের সাজা বাতিলসহ আইনজীবী ঐক্যফ্রন্টের ৭ দফা

spot_img

 

- Advertisement -

নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের মুক্তির সাত দফা ঘোষণা করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন ঘোষণা পাঠ করেন।

সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, জাতীয় ঐক্যফন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নির্দেশে নির্দেশিত হয়ে সাতটি ঘোষণা দিচ্ছি। এসব হলো-

১. নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আমরা খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের মুক্তি দাবি করছি। তারেক রহমানের মামলা, সাজা বাতিল করতে হবে।
২. জনগণ ভোটের মালিক, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
৩. নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিরপেক্ষ সরকার ঘোষণা করতে হবে।
৪. আইনের শাসন কায়েম করতে হবে।
৫. বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৬. সুপ্রিম কোর্ট সহ সকল জেলা আইনজীবী সমিতিতে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ৭ দিনের মধ্যে গঠন করতে হবে।
৭. সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক খান, মহসিন মিয়া, ইকবাল হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, গোলাম রহমান ভূইয়া, গোলাম মোস্তাফা, গাজী কামরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, কাজী জয়নাল, মির্জা আল মাহমুদ, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সগীর হোসেন লিয়ন, শরীফ ইউ আহমেদ, শেখ তাহসীন আলী, মাহবুবুর রহমান প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ