এ লড়াইয়ে জিততে হবে : আ স ম আব্দুর রব

 

- Advertisement -

নেতাকর্মীদের উদ্দেশ্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেছেন, খালেদা জিয়ার মুক্তি চান, আমীর খসরুর মুক্তি চান, সকল রাজবন্দিদের মুক্তি চান, স্বৈরাচার সরকার থেকে মুক্তি চান, যদি চান তবে সারা বাংলার মানুষকে মাঠে নামতে হবে। এ লড়ায়ে জিততে হবে।

সাত দফা ও ১১টি লক্ষ্যের দাবীতে শনিবার, অক্টোবর ২৭, বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি জাতীয় ঐক্যফ্রন্ট’ এর সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খিস্টান সকল মানুষ এক হয়েছে। সরকারের পায়ের তলায় মাঠি নাই, পালানোর পথ নাই।

তিনি বলেন, আমাদের সাথে সরকার আলোচনায় না বসে; তফসিল ঘোষণা করলে বোঝা যাবে সরকার নির্বাচন বাতিল করতে চাই।

প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বেশীদিন সরকার সাথে নাই জানিয়ে, তিনি বলেন,গুম, খুন, হত্যা মামলা দিয়ে কোন কাজ হবে না। সরকারতে ক্ষমতা ছেড়ে যেতে হবে।

সর্বশেষ