- Advertisement -
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার অাদেশের বিরুদ্ধে দায়ের করা অাপিল শুনানি চলছে।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন অাপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল ১০ টার দিকে এ শুনানি শুরু হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন এ জে মোহাম্মদ অালী। এর অাগে বেগম জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার অাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন অাবেদন করলে তা খারিজ হয়। এর পর তার অাইনজীবীরা অাপিল বিভাগে অাবেদন করেন।
উল্লেখ্য, অাগামীকাল এ মামলায় রায়ের জন্য দিন ধার্য অাছে পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী অাদালতে।