শ্রমিক ধর্মঘটের বিষয়ে জানেন না নৌমন্ত্রী শাজাহান খান

 

- Advertisement -

অনলাইন ডেস্ক : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, চলমান বাস শ্রমিক ধর্মঘটের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কিছু বলতে চাই না’। রোববার ২৮ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে বার বার তিনি বলেন, ‘আমি জানি না, আমি কিছু জানি না। আমি এটা নিয়ে কিছুই বলবো না।’ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে বাস ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রাজধানীতে রাস্তায় কোনো গণপরিবহন নেই। এদিকে মাঝেমধ্যে কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিললেও তারা নিচ্ছে ‘গলাকাটা’ ভাড়া। আবার এই ভাড়ায় রাজি হয়ে অটোরিকশায় করে গন্তব্যস্থলে যেতে গেলে মাঝপথে পরিবহন শ্রমিকরা অটোরিকশা থামিয়ে দিচ্ছেন। এর ফলে দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

সর্বশেষ