এবার জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে চায় বিকল্পধারা

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: ড. কামাল হোসেনের নেতত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে চিঠি দিয়েছে ড. নূরুল আমিন ব্যাপারীর নেতত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ- এর একাংশ। সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ চার নেতাকে চিঠি দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার কথা জানায় বিকল্পধারার এ অংশটি।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানকে চিঠি দিয়েছে বিকল্পধারার এ অংশটি।

চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে বিকল্পধারা একাংশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ‘বিকল্পধারাকে জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করতে আমরা চার নেতাকে চিঠি দিয়েছি। আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ আগামীতে জাতীয় ঐক্যফ্রন্টের সব পোগ্রামে অংশগ্রহণ করবে বলে জানা যায়।

এদিকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন জেএসডির আবদুর বর ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

বিকল্পধারা একাংশের চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় বিএনপি, গণফোরাম ও যুক্তফ্রন্টের সম্মলিত উদ্যোগে ২২ সেপ্টেম্বর নাগরিক সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। যৌথ কর্মসূচি ঘোষণার জন্য গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ওইদিন জাতীয় ঐক্যফ্রন্ট প্রেসক্লাবে জনতার সামনে উপস্থিত হলেও বিকল্পধারার প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহী বি চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) এম এ মান্নানের ইচ্ছায় ঘোষিত কর্মসূচি থেকে তারা পিছুটান দেয় যা ছিল দুরভিসন্ধিমূলক। এ কারণে গত ১৮ অক্টোবর বিকল্পধারার গঠনতন্ত্রের ৫ (২) ধারা অনুযায়ী, তাদেরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা ১৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়।

বিকল্পধারা একাংশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নূরল আমিন ব্যাপারী ও মহাসচিব অ্যাডভোকেট শাহ বাদল চিঠিতে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা ও ১১টি লক্ষ্য বাস্তবায়নে সব কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বিকল্পধারা।

সর্বশেষ