বিএনপির ৩৬ কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা, আটক ৩

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে ৩৬ কর্মীর বিরুদ্ধে দায়ের করা গায়েবী মামলায় ৩ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার খয়েরপুর গ্রামের এমদাদুল হক (৫০), নওদা আজমপুর গ্রামের আমান উল্লাহ (৪৫) ও পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লার আবদুর রাজ্জাক মন্ডল রাজা (৪৫)।
পুলিশের দাবি, সরকারি রাস্তা কেটে নাশকতা পরিকল্পনার দায়ে তাদেরকে আটক করা হয়েছে।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল হক অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ ফাঁকা করতেই সরকারের নীল নকশা অনুযায়ী পুলিশ এ ধরণের মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের এলাকা ছাড়া করছে। হাজারো মামলা দিয়েও বিএনপিকে মাঠ থেকে সরানো যাবে না।

তিনি আরও বলেন, দেশের বাইরে থাকা এবং হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কাল্পনিক ও গায়েবী মামলা দায়েরের ঘটনায় এটি সুস্পষ্ট যে, সরকার সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর তীব্র জুলুম নির্যাতন চালিয়ে ২০১৪ সালের ৫ই জানুয়ারির মতো আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়।

সর্বশেষ