মো.মুক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: মাত্র ১০ টাকার বিনিময়ে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবা দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭৮টি সেবা কেন্দ্রের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ রোগীর সেবা, টিকাদান কর্মসূচি, বস্তিবাসীসহ নানা ক্ষেত্রে নাম মাত্র মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। প্রতি বছর ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাস্থ্য সেবা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নগরে বসবাসরত গরীব ও স্বল্প আয়ের মানুষ যাতে সুলভে চিকিৎসাসেবা পায় সেজন্য ওয়ার্ড পর্যায়ে পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের রোগী রেজিষ্ট্রেশন ফি ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নানা কারণে কর্পোরেশেনের হাসপাতালে কর্মরত চিকিৎকদের উপযুক্ত সম্মানী দেয়া যাচ্ছে না। তাদের ন্যায্য সম্মানী দেয়া গেলে নগরীর স্বাস্থ্যসেবার পরিধি আরো বৃদ্ধি পেতো বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় তাঁর কার্যালয়ে ভোরের ডাককে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মাতৃসদন, জেনারেল হাসপাতাল, নগরস্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়সহ সর্বত্র আধুনিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। এখান থেকে সহজলভ্য চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আহ্ববান জানাচ্ছি। জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়লোসিস, আলহাজ্ব মোস্তফা-হাকিম নগর মাতৃসদন হাসপাতালে আধুনিক ল্যাবরেটরী সহ আলট্রাসনোগ্রাফী সংযোজন করা হবে।
আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে পরিণত করতে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তাঁর এই পরিকল্পনা পূর্ণাঙ্গ বাস্তবায়নে ডাক্তার ও নার্সদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা সেবায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম ও সুখ্যাতি প্রজন্ম পরম্পরায় পৌছে দিতে সেবার মানসিকতা নিয়ে ডাক্তার ও নার্সদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, অবহেলিত স্বাস্থ্যসেবাকে আধুনিক স্বাস্থ্যসেবায় পরিণত করার লক্ষে জেনারেল হাসপাতালে দন্ত, চক্ষু বিভাগ চালুসহ প্রতিবন্ধী কর্ণার স্থাপন, ডাক্তার ও নার্স নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজনসহ বহুমুখী উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ ছাড়াও মাত্র ১০ টাকার বিনিময়ে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবা দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর ফলে প্রতিদিনই চসিক পরিচালিত সকল স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা অনলাইন, ফেইসবুক ও প্রচার মাধ্যমে ব্যাপক হারে প্রচারের উদ্যোগ গ্রহন করার নির্দেশ দেন।