‘সরকারের চাপে খালেদা জিয়াকে দশ বছরের সাজা দিয়েছেন আদালত’

 

- Advertisement -

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সরকারের চাপে খালেদা জিয়াকে দশ বছরের সাজা দিয়েছেন আদালত। রায়ের প্রতিবাদে আজ আদালত বর্জন কর্মসূচি শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, সাধারণ আইনজীবীদের ধারণা গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা সরকারের চাপের মুখে আদালত বাধ্য হয়ে ৫ বছরের সাজাকে দশ বছরের করা হয়েছে। একটি রাজনৈতিক মামলায় এ ধরণের ঘটনা দেশের আইনজীবী সমাজ এবং দেশের মানুষ বিচার বিভাগে এমন হস্তক্ষেপ কখনও দেখেনি। এটি দেশ ও জাতির জন্য দুঃখজনক।
তিনি বলেন, গতকাল রায় ঘোষণার সময় সাধারণ আইনজীবীরা আইন শৃঙ্খলাবাহিনী কর্তৃক বাধাগ্রস্থ হয়। আজকে আমাদের শান্তিপূর্ণ আদালত বর্জন কর্মসূচিতে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, বেতনভূক্ত কর্মচারিরা হাতুরি নিয়ে আক্রমণ করে। এধরণের ঘটনা আমরা অতীতে কখনও দেখিনি।
এটি নজিরবিহীন। এর প্রতিবাদে আগামীকাল সারাদেশের বারগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবেও বলেও জানান তিনি।
সংবাদ সন্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ