spot_imgspot_img
spot_imgspot_img

চেলসিকে উড়িয়ে দিল টটেনহ্যাম

spot_img

সোমবার,২এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির বিপক্ষে উড়ন্ত এক জয় পেলো টটেনহ্যাম হটস্পার। গতকাল ইংলিশ ফরোয়ার্ড ড্যালে আলীর জোড়া গোলে চেলসিকে ৩-১ গোলে হারায় তারা। এ নিয়ে চেলসির মাঠে ২৮ বছর পর জয়ের দেখা পেলো টটেনহ্যাম। এর আগে চেলসির মাঠে ২৭ ম্যাচেই গোলশূন্য ছিল স্পাররা। এর মধ্যে ১৮ ম্যাচেই জয় পায় চেলসি। আর বাকি ৯ ম্যাচ ড্র হয়।
সর্বশেষ ১৯৯০’র ফেব্রুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে জয়ের দেখা পায় টটেনহ্যাম। ঐ ম্যাচে ব্লুদের ২-১ গোলে হারিয়েছিলো তারা। গতকাল জয়ে চলতি আসরের পয়েন্ট তালিকায় সেরা চারে থাকার সম্ভাবনা আরো মজবুত করলো টটেনহ্যাম। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে তারা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে একধাপ নিচে রয়েছে চেলসি। ৮৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। ৬৮ পয়েন্টে নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। গতকাল স্ট্রামফোর্ড ব্রিজে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর মোজেসের ক্রসে হেডে গোল করেন স্প্যানিয়ার্ড স্ট্রাইকার আলভারো মোরাতা। প্রথমার্ধের যোগ করা সময়ে দুরপাল্লার শটে টটেনহ্যামকে সমতায় ফেরান ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। পরে ম্যাচের ৬২ ও ৬৬তম মিনিটে দুই গোল করে স্পারদের জয় নিশ্চিত করেন ড্যালে আলী। এ নিয়ে প্রায় দের বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির বিপক্ষে জোড়া গোল পেলেন এ ইংলিশ ফরোয়ার্ড।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ