শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

ইসরায়েল যাচ্ছেন না নাটালি পোর্টম্যান, ২০ মিলিয়ন ডলার পুরস্কার অনুষ্ঠান বাতিল

 

- Advertisement -

আগামী জুনে ইসরায়েল সফরে যেয়ে ইসরায়েল-আমেরিকান চলচ্চিত্র তারকা নাটালি পোর্টম্যানের যে জেনিসিস প্রাইজ নেওয়ার কথা ছিল তা আর সম্ভব হচ্ছে না ওই অভিনেত্রীর দেশটি সফরে না যাওয়ার সিদ্ধান্তে। আয়োজকরা ইতিমধ্যে জেনিসিস প্রাইজ ফাউন্ডেশন অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন। নাটালি পোর্টম্যান বলেছেন, সম্প্রতি ইসরায়েলে যে দুঃখজনক ঘটনা ঘটছে তাতে তিনি দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেনিসিস প্রাইজ ‘জিউইশ নোবেল’ হিসেবে বিবেচিত।

জেনিসিস প্রাইজ ফাউন্ডেশন বলছে নাটালি পোর্টম্যানের প্রতিনিধি তাদের জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নাটালি পোর্টম্যানকে খুবই মর্মাহত করেছে এবং এমন এক পরিস্থিতির মধ্যে তিনি ইসরায়েলে গিয়ে জেনিসিস প্রাইজ গ্রহণের মত স্বস্তি বোধ করছেন। তবে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা বলেননি নাটালি পোর্টম্যান। গাজা ও ইসরায়েল সীমান্তে প্রতিবাদি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৪০ জন নিহত হবার ঘটনা ঘটে।

এছাড়া জেনিসিস প্রাইজ ফাউন্ডেশন আশঙ্কা করে বলেছে, নাটালি পোর্টম্যানের ইসরায়েলে না যাওয়ার সিদ্ধান্ত এবং পুরস্কার অনুষ্ঠান বাতিল হওয়ার বিষয়টি একটি মানবিক উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করে তুলতে পারে। গত নভেম্বরে নাটালি পোর্টম্যানকে এ বছরের জন্যে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। এ পুরস্কারের মূল্য ১০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। আগামী প্রজন্মের ইহুদির জন্যে কেউ উল্লেখযোগ্য অনুপ্রেরণামূলক কাজ করলে তার স্বীকৃতি স্বরুপ জেনেসিস প্রাইজ দেওয়া হয়। মিখায়েল ফ্রিডম্যান ও অন্যান্য রুশ-ইহুদি ব্যবসায়ীরা জেনেসিস প্রাইজের প্রচলন করেন। জেনেসিস ফাউন্ডেশনকে এ উদ্যোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস ও জিউইশ এজেন্সি সহায়তা করে থাকে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

সর্বশেষ