নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রোববার বিকালে এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই চায় কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু হবে।

এর আগে বিকালে নির্বাচন একমাস পেছানোর লিখিত দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবং ভোট গ্রহণের তারিখ ৭ দিন পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সর্বশেষ