মো.মুক্তার হোসেন বাবু: নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর তিনজন নেতা চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম এবং বাঁশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম। এদের মধ্যে কারান্তরীণ শাহজাহান ও শামসুল চট্টগ্রাম-১৫(সাতকানিয়া) আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। শাহজাহান ২০০১ সালে এবং শামসুল ২০০৮ সালের নির্বাচনে ওই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর জহিরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনে প্রতিদ্ব›িদ্বতা জন্য।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ২০০১ ও ২০০৮ সালে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়। ২০১৩ সালে হাই কোর্টের এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ধর্মভিত্তিক দলটিকে নির্বাচনের ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। গেল মাসে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না জামায়াত নেতারা। ২০ দলীয় জোটের সাতটি শরিক দল ইতোমধ্যে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট করার সিদ্ধান্ত জানালেও জামায়াতের অবস্থান এখনও পরিষ্কার করা হয়নি। জামায়াতে ইসলামীও ধানের প্রতীকে নির্বাচনে অংশ নেবে না কি দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হবেন তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক অঙ্গনে। তার মধ্যেই রোববার চট্টগ্রামে নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন জামায়াতের তিন নেতা।