মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার লালখান বাজার-টাইগারপাস মোড় এলাকায় শহর রেঞ্জের টহল টিম কর্তৃক টাটা মিনি পিক-আপ (নং চট্ট মেট্রো-ন-১১-৫২৩৯) যোগে পাচার করা ৩৭.৯৩ ঘনফুট কড়ই ও লালি চিড়াই কাঠ উদ্ধার করা হয়। গত ১১ নভেম্বর গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ রেজাউল আলম এর নির্দেশে এসব কাঠ জব্দ করা হয়। আটক বনজদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা প্রায়। এ ব্যাপারে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতে সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার অসীম কান্তি দাশ বাদী হয়ে বন মামলা নং-১৬/শহর অব ২০১৮-১৯ দায়ের করা হয়েছে। অভিযানে সহায়তা করেন এফজি আমানুল হক, এফজি মোঃ আব্দুল মান্নান, এফজি জামাল উদ্দিন, এফজি মোঃ মোসফিকুল মাওলা, এফজি মোঃ শাহজাহান।
এর আগে ১১ নভেম্বর রাতে আরো একটি অভিযানে লালখান বাজার মোড় এলাকায় শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ রেজাউল আলম এর নির্দেশে শহর রেঞ্জের টহল টিম (মিনি ট্রাক নং সিলেট-ড-১১-০০৩৮) যোগে অবৈধভাবে কাঠ পাচারকালে গামার চিড়াই কাঠ জব্দ করা হয়। আটক কাঠ ও ট্রাক নন্দনকাননস্থ বিভাগীয় বন কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতে সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ আবু তাহের বাদী হয়ে বন মামলা নং-১৫/শহর অব ২০১৮-১৯ দায়ের করা হয়েছে। অপর এক অভিযানে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফতেয়াবাদ-ইছাপুর সড়কের কাস্তরআলী চৌধুরীহাট এলাকায় রাত ৩ টায় মিনি ট্রাকযোগে সেগুন, গামার ও আকাশমনি চিড়াই কাঠ পাচারকালে আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরাফাত এর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। হাটহাজারী বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা ফরেস্টার মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে একদল বন কর্মী এবং চট্টগ্রাম শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ রেজাউল আলম এর নেতৃত্বে অন্য একটি টহল টিমের যৌথ অভিযানে মিনি ট্রাক নং (রাঙ্গামাটি-ড-০২-০০১৩) যোগে অবৈধভাবে ৩২৬.০৬ ঘনফুট সেগুন, গামার ও আকাশমনি চিড়াই কাঠ উদ্ধার করা হয়। এসময় ২ জন পাচারকারীসহ আটক করা হয়। আটক কাঠ ও ট্রাক হাটহাজারী বিট-কাম-চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। আটক এ সমস্ত কাঠের আনুমানিক মোট মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।