- Advertisement -
সম্পাদকদের সাথে রাজধানীর গুলশানের একটি হোটেলে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শুক্রবার বিকেলে এই বৈঠক শুরু হয়েছে। এতে দেশের প্রথম সারির সব জাতীয় দৈনিকের সম্পাদকদকরা উপস্থিত রয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখ্যপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠক প্রসঙ্গে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সাংবাদিকদের সাথে কথা বলাটা জরুরী ছিল। এ জন্য জাতীয় দৈনিকের সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক থেকে সম্পাদকদের সাথে বসার সিদ্ধান্ত হয়েছিল।