‘আসন্ন সংসদ নির্বাচনে ভোট লুট হোক, চায় না ভারত’

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: ভারত চায় বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে ভোট লুট হবে না। ভোট হবে সুষ্ঠু ও অবাধ। প্রশ্নবিদ্ধ নির্বাচনও চায় না। ঢাকার দৈনিক প্রথম আলো দিল্লির নীতি-নির্ধারকদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে ভোট একটি উৎসবের মতো। সামরিক শাসনের সময়ও সেই উৎসব দেখা গেছে। গণতান্ত্রিক শাসনের সময়ও একই অবস্থা দেখা গেছে।
ভারতের নীতি-নির্ধারকরা মনে করেন, ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে বাংলাদেশের গণতন্ত্র মজবুত হচ্ছে এবং সেটাই সবচেয়ে ইতিবাচক দিক।

সর্বশেষ