চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
পাশাপাশি পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনার জন্যও নির্দেশনা দেয়া হয়। রোববার সকালে নগরীর সার্কিট হাউজে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীরা যত শক্তি শালী ও প্রভাবশালী নেতা হোক না কেন। ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাদের সরিয়ে দিতে হবে। উচ্ছেদের পর তারা যেন পূর্ণরায় আবারো পাহাড়ে আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।’
যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজনে ১০৯০ নম্বরে ফোন দিয়ে আবহাওয়া সম্পর্কিত তথ্য জেনে প্রতিদিন ঘর থেকে বের হওয়ারও পরামর্শ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া।