- Advertisement -
জাহিদুল আলম: সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার এমইএস কলেজ সংলগ্ন ভূঁইয়া গলিতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এমইএস কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।