আরব আমিরাতে এক নারীর বিরুদ্ধে তার প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে। শুধু খুন করেই ক্ষান্ত হননি ওই নারী। প্রেমিকের মাংস রান্না করে রীতিমতো ভোজের আয়োজন করেন।ওই নারী গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
অভিযুক্ত নারী মরক্কান বংশোদ্ভূত। তিনি আল আইন শহরের বাসিন্দা। তার সঙ্গে সাত বছর ধরে প্রেম ছিল নিহত ব্যক্তির। ওই ব্যক্তি মরক্কোর এক নারীকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রেমিকার সঙ্গে সেই বিষয়টি শেয়ার করেন। তখন তাকে হত্যা করা হয়।
আইনজীবীরা বলছেন, হত্যায় অভিযুক্ত নারীর বয়স ৩০ বছর। এ নারী তার প্রেমিককে তিন মাস আগে হত্যা করেন। প্রেমিকের মাংস রান্না করে খাওয়ান আরব আমিরাতের শ্রমিকদের। তবে বিষয়টি জানা যায় অতি সম্প্রতি। ওই নারীর রান্নাঘরে ব্লেন্ডারের ভেতর মানুষের একটি দাঁত পাওয়া যায়। দাঁতের ডিএনএ করে বিষয়টি পরিষ্কার হয় যে, ওই নারী তার প্রেমিককে খুন করেছেন।
আমিরাতের দ্য ন্যাশনাল নামের দৈনিক পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, আটক নারী পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে।তবে কীভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয় সেটি প্রকাশ করেনি পুলিশ। তারা জানায়, লোকটির মাংস ও ভাত দিয়ে ঐতিহ্যবাহী পদ রান্না করে ওই এলাকায় পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকদের জিয়াফত খাইয়েছেন ওই নারী।
ওই নারী পুলিশকে বলেছে, প্রেমিককে খুন করার বিষয়টি ছিল একটি ‘পাগলামি’র মুহূর্ত। অভিযুক্ত নারীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির এখন তদন্ত চলছে এবং এর পর নারীকে বিচারের জন্য আদালতে আনা হবে। সূত্র : বিবিসি।