প্রতিকি ছবি
বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুরান পল্টন থেকে ছাত্রদল ও যুব দলের একটি মিছিল বের হলে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ ছত্র ভঙ্গ হয়ে পড়ে।
সোমবার দুপুর ২ টার দিকে পল্টনের আজাদ প্রোডাক্টসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল শুরুর ৫ মিনিটের মধ্যেই পুলিশ মিছিলে লাঠি চার্জ করে ছত্র ভঙ্গ করে দেয়।
এসময় বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়ে এতে পুলিশের মতিঝিল জনের এডিসি শিবলী নোমানসহ বেশ কয়েকজন আহন হয়।
পুলিশ বিক্ষোভ মিছিল থেকে দলের কয়েকজন নেতা কর্মী আটক করেন। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও আটক করেন পুলিশ।
পুলিশে বিএনপি এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুরান পল্টন এলাকা সড়কে যান যলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।