প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ভারত সফররত আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। ৩০ মিনিট ব্যাপী এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তারই নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে।
‘সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে এসেছে’, উল্লেখ করে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আপনাদের দেশের দিকে দেখুন, সামাজিক-অর্থনৈতিক সূচকগুলিতে আপনারা অনেক এগিয়ে আছেন।
মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এই সমস্যাটির প্রাথমিক সমাধান চায় ও এই বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে।
ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বন্টন প্রশ্নে মোদি নিশ্চিত করেছেন যে, তিনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন।
এক আন্তরিক পরিবেশে বৈঠককালে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষখ থেকে মোদিকে শুভেচ্ছা জানান।
এ সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডেভাল, পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে, পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ, মিয়ানমার) শ্রী প্রিয় রঙ্গনাথন এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রবীশ কুমার উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মিসবাহউদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
মোদির সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল প্রবাসী ভারতীয় কেন্দ্র এবং লোকসভা পরিদর্শন করেন। এরপর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং তার নিমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন।
এর আগে ভারতে পৌঁছে গত রোববার বিকেলে রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন এবং ‘হুমায়ুন টোম্ব’ পরিদর্শন করেন তারা।
উল্লেখ্য, বিজেপির আমন্ত্রণে গত রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ভারত সফরে যায়।