ক্ষমতাসীনরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিশ্বাস করে না,আন্দালিব রহমান পার্থ

 

- Advertisement -

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই নেই। এসপি, ডিসি যা বলেন সবই সরকারি। সবকিছুই তাদের। মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ আরো বলেন, গণতন্ত্র হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বিশ্বাস করা। কিন্তু ক্ষমতাসীনরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিশ্বাস করে না। এ কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড তারা কখনোই আনবে না। অংশগ্রহণমূলক নির্বাচন মানে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এমন কথা একদমই সত্য নয়।

সর্বশেষ