ডেস্ক রিপোর্ট: সম্পদের তথ্য-বিবরণী না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাখ হোসেন ও মেয়ে সারিকা সাদেককে আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে এ দু’জনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এর আগে, গতকাল বুধবার ইসরাখ হোসেন ও সারিকা সাদেকের জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারিত রেখেছিলেন আদালত।