চট্টগ্রামের বাঁশখালি-পেকুয়া থানার সীমান্তবর্তী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি আব্দুল হাকিম মিন্টু (৩০) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব-৭। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
গত ১৮ এপ্রিল সন্ধ্যায় দশ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধানক্ষেতে ঘাস কাটতে গেলে আব্দুল হাকিম মিন্টু ধর্ষণ করে। এ ঘটনায় মিন্টুর বিরুদ্ধে ২১ এপ্রিল বাঁশখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
র্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি অধিনায়ক আশেকুর রহমান জানান, বাঁশখালী-পেকুয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। র্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান, তারিক আজিজের নেতৃত্বে এসময় একটি ওয়ান-শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২টি খালি খোসা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আব্দুল হাকিম মিন্টু নামে এক ধর্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।