জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়াই করবেন মাশরাফি বিন মতুর্জা। বিষয়টি অনেকে সহজভাবে নিয়েছে, আবার অনেকে নেতিবাচকভাবে। নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যার উত্তর পাওয়া যাযনি। তবে মাশরাফি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের রাজনীতিতে যোগ দেয়ার কারণ জানিয়েছে, বলেছেন মনের কথা। কিন্তু অনেক প্রশ্ন তো রয়ে গেছে। তাই আজ দুপুরে অনুশীলনের পর সাংবাদিকদের সামনে বসছেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি উত্তর দিবেন নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তরও।
জানা গেছে, দুপুর ১টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এতে নেতৃত্ব দিবেন মাশরাফি।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর। সিলিটে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলবেন মাশরাফিরা। ম্যাচের পরদিন হযরত শাহজালাল (র) এর মাজার শরীফ জিয়ারত করবেন। এরপর ঢাকায় ফিরে ঠিক করবেন নিজের নির্বাচনী পরিকল্পনা। আগামী ১৭ বা ১৮ তারিখ নড়াইলে গিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পরিকল্পনা রয়েছে।