মইনুল হোসেনের ছয় মাসের জামিন, মামলা স্থগিত

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানির দুই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে নথিও তলব করেছেন আদালত। রংপুর ও জামালপুরের জেলা আদালতে মানহানির এ মামলা দুটি করা হয়েছিল।  তবে জামিন ও মামলার কার্যক্রম স্থগিত হলেও আরো মামলা থাকায় এখনই মইনুল হোসেন কারামুক্ত হতে পারছেন না।

মামলা বাতিল চেয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ই নভেম্বর এ দুটি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
আইনজীবী মাসুদ রানা জানান, ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালত রংপুর ও জামালপুরের দুই মানহানির মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন। এছাড়া মামলার কার্যক্রম স্থগিত করে নথি তলব করেছেন।

গত ১৬ই অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন-আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন।

এরপর ২১শে অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে জামালপুরে মানহানির মামলা হলে পরদিন তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। ওইদিনই রংপুরে দায়ের করা মানহানির মামলায় রাজধানীর উত্তরায় ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মানহানির ২৩টি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ