রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
শনিবার সকালে আপিল শুনানির পর তার আবেদন গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই–বাছাইয়ের পর বিল খেলাপির অভিযোগে এম মোরশেদ খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল।
সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই আপীল শুনানি চলছে। আপিলে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া আজ যাদের মনোনয়ন বৈধ হলো তারা হলেন- নাঈম জাহাঙ্গীর (গণফোরাম, জামালপুর-৩), আব্দুল কাইয়ুম খান (ইসলামী আন্দোলন, নেত্রকোনা-১), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬,)।
আজ শেষ দিনে ২৩৩ জনের আপিল শুনানি হবে। এর আগে নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিনেও প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।