খালেদা জিয়ার মনোনয়ন বাতিল,হাইকোর্টে যাবেন আইনজীবীরা

 

- Advertisement -

শেষ পর্যন্ত বাতিলই থাকলো খালেদা জিয়ার মনোনয়ন। শনিবার নির্বাচন কমিশন খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন। এর আগে বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ আসনে লড়তে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল খালেদা জিয়ার পক্ষে। তবে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করলে আপিল করা হয়। যা গতকাল খারিজ হলো।

এদিকে খালেদা জিয়াকে নির্বাচনে আনতে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আইনজীবীদের দাবি, রিটার্নিং কর্মকর্তারা তাদের নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনী অপরাধের অভিযোগে। কিন্তু খালেদা জিয়ার সাজা হয়েছে দুর্নীতি মামলায়, নির্বাচনী অপরাধে নয়।

জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করলে আমরা উচ্চ আদালতে যাবো। শেষ পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে লড়বো। নির্বাচন পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার। সেই ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো সুযোগ নেই।

তবে কেবল খালেদা জিয়াই নয়, আপিল খারিজ হওয়াদের মধ্যে আরও অনেক প্রার্থীই হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। তারা মনে করেন নির্বাচন কমিশন অন্যায়ভাবে তাদের মনোনয়ন বাতিল করেছে। এখন তারা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন।

সর্বশেষ