খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কাঁটাবন মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। এই বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হুমায়ুন কবির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে রিপন ও সাহেল আহমেদসহ বিপুল নেতাকর্মী।

এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

সর্বশেষ