ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর ঢাকার ২০টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মুখোমুখি লড়াইয়ে নামছেন। রোববার প্রকাশ করা এ তালিকা অনুযায়ী এ তথ্য পাওয়া যায়।
ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান, বিএনপির খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম, বিএনপির ইরফান ইবনে আমান, ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু, বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, বিএনপির সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, বিএনপির নবি উল্লাহ নবী, ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের হাজী সেলিম, ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিএনপির মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, বিএনপির আফরোজা আব্বাস, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির আবদুল মান্নান, ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের একেএম রহমতুল্লাহ, বিএনপির শামীম আরা বেগম, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল, বিএনপির সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সাদেক খান, বিএনপির আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক আসলাম, বিএনপির এস এ সিদ্দিক সাজু , ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, জামায়াতের ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা, বিএনপির আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চিত্রনায়ক আকবর পাঠান ফারুক, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের এডভোকেট সাহারা খাতুন, বিএনপির শহিদউদ্দিন মাহমুদ স্বপন, ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের ডা. এনামুর রহমান, বিএনপির ডা. দেওয়ান সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের বেনজীর আহমেদ, বিএনপির তমিজউদ্দিন।